⌬ক্রুসেড সিরিজ[Crusade Series]
মুল লেখক - এনায়েতুল্লাহ আলতামাশ
অনুবাদ - কবি আসাদ বিন হাফিজ
ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠলো খৃষ্টানরা। একে একে লোমহর্ষক সংঘাত ও সংঘর্ষের পরাজিত হয়ে বেচে নিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিল গুপ্তচর বাহিনী। ছড়িয়ে দিল মদ ও নেশার দ্রব্য। ঝাকে ঝাকে পাঠাল প্রশিক্ষনপ্রাপ্তা সুন্দরী গোয়েন্দা। বড় বড় অফিসার ও আমীর উমরাদের হারেমগুলোতে ওদের ঢুকিয়ে দিল নানা কৌশলে। ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র। মদ জুয়া আর বেহায়াপনার সস্রোত বইয়ে দিল শহরগুলোতে।
একদিকে সশস্ত্র লড়াই অন্যদিকে কুটিল সাংষ্কৃতিক হামলা, এ দুয়ের মোকাবেলায় রুখে দাড়াল গাজী সালাহউদ্দীন আইয়ুবী ও তার বীরশ্রেষ্ট সাথীরা। তারা মোকাবেলা করল এমন সব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার যা মানুষের কল্পনাকেও হার মানায়।
PDF LINK 👇
1. সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযান
2. সালাউদ্দিন আইয়ুবীর কমান্ডো অভিযান
6. আবারো সংঘাত
7. দুর্গ পতন
11. চারদিকে চক্রান্ত
12. গোপন বিদ্রোহ
13. পাপের ফল
14. তুমুল লড়াই
15. উমরু দরবেশ
17. গাদ্দার
18. বিষাক্ত ছোবল
20. পাল্টা ধাওয়া
21. ধাপ্পাবাজ
22. হেমসের যোদ্ধা
23. ইহুদি কন্যা
26.ভণ্ডপীর
27. ছোটো বেগম
28. রক্তস্রোত
30.মহাসমর
2 Comments
Thanks for giving us such great ebooks. Really appreciated work you have done bro😙❤❤
ReplyDeleteThanks
ReplyDelete