বইয়ের নাম:- বিনা পণের বউ
লেখক:- আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
About the Book-
বিনা পণের বউ সামাজিক উপন্যাসটি শায়খ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী তাঁর কিশোর বয়সে সমাজে প্রচলিত জঘন্যতম পণপ্রথার বিরুদ্ধে লেখেন।
বাল্যকালে অপ্রকাশিত লেখনী প্রাপ্তবয়সে শুভানুধ্যায়ী বন্ধুদের উৎসাহে পুনরায় লেখে মানুষকে দিয়েছেন এক অমূল্য সম্পদ।
উপন্যাস খানার মূল চরিত্র দরিদ্র দুহিতা বদরুন্নেসার বিনা পণে বিয়ে হয় স্কুলশিক্ষক আব্দুন নূরের সঙ্গে,যাকে জীবন দিয়ে যৌতুক দিতে হয়েছিল।
বিনা পণের বউ উপন্যাসটি পড়ে পাঠক মাত্রই অনুভব করবেন পণপ্রথার করুণ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
0 Comments