Recent

10/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইন দ্যা হ্যান্ড অফ তালিবান (In the Hands of Taliban).pdf

 Name:- In the Hands of Taliban(ইন দ্যা হ্যান্ড অফ তালিবান)

Writer:- Yvonne Ridley

Translation:- Abrar Hamim






About the Book-

ইন দ্যা হ্যান্ড অফ তালিবান এক অর্থে লেখিকা ইভন রেডলির আত্মজীবনী নয়। আবার অন্য অর্থে এটা তাঁর আত্মজৈবনিক এক অসামান্য দলিল। স্বভাবতই এই কথার মধ্য দিয়ে মতদ্বৈততা খুঁজে পাবেন পাঠক মাত্রই। এখানে মতদ্বৈততা তৈরি হয়েছে মূলত বন্দি দশায় তাঁর স্থিতি এবং মুক্ত হয়ে তাঁর ইসলাম গ্রহণের পটভূমির কারণে।

২০০১সালে ইভন রেডলি যতটা না আলোচিত হয়েছিলেন তালেবানের হাতে বন্দি হয়ে, তাঁর চেয়ে অনেক বেশি আলোচিত হয়েছিলেন মুক্তির কিছুদিন পর অকস্মাৎ ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করে।

এটা পশ্চিমাদের তো বটেই এমনকি অবাক করেছিল প্রাচের জনগণকেও। আর তখন থেকেই মুসলিম বিশ্বে ইভন রেডলি একটি জনপ্রিয় নাম।

সত্যিই বলতে, বর্তমানে মুসলিমদের কাছে পশ্চিমে তিনি একটা অপরিচিত অভিভাবকের মতোই ‌।

  ইসলাম গ্রহণের পর নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কখনো ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে, কখনও ইসলামে নারীর অধিকার নিয়ে সুস্পষ্ট ভাষণ দিয়ে, কখনো বা জঙ্গিবাদ নিয়ে খোলামেলা আলোচনা করে। তিনি সবসময়ই আপন আলোয় ছিলেন সয়ম্বর।

  এ গ্রন্থ বয়ান করেছে ৯/১১ এবং তৎপরবর্তী জীবনের আলোড়িত অংশ। যা যে কোনো পাঠকের পাঠোত্তজনার পারদকে নিমিষেই বাড়িয়ে দিতে সমর্থ।


PDF LINK 👇

Google Drive






Reactions

Post a Comment

0 Comments