বই:- প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক:- আরিফ আজাদ
বইটি সম্পর্কে:-
ইসলাম মহান আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত একটি পূর্ণাঙ্গ যুক্তিসম্মত জীবন বিধান।
কিন্তু মাঝে মাঝেই নাস্তিক-ইসলামবিদ্বেষীরা ইসলামের বিভিন্ন নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন তোলে, ইসলামের সৌন্দর্য বিনষ্ট করার লক্ষ্যে উচ্চ-বাচ্চ করতে থাকে। এতে সাধারণ মানুষের মনে ইসলাম সম্পর্কে কুধারণা সৃষ্টি হয়।
আলহামদুলিল্লাহ। কিছু বুদ্ধিজীবী ভাই সেই সব ঠুনকো ইসলাম বিরোধী প্রশ্নের সমুচিত জবাব দিয়ে প্রমাণ করতে থাকেন যে ইসলামই একমাত্র সঠিক সর্বক্ষেত্রে পালনযোগ্য ধর্ম তথা জীবন বিধান।
তেমনি একজন হলেন আরিফ আজাদ ভাই, তার রচিত প্যারাডক্সিক্যাল সাজিদ ১ যেখানে নাস্তিকদের উত্থিত প্রশ্নাবলীর যথাযথ উত্তর দেওয়া হয়েছে। প্যারাডক্সিক্যাল সাজিদ ২ সেই বইটার দ্বিতীয় পর্ব। এখানে নাস্তিকদের পাশাপাশি খ্রিস্টান মিশনারি এবং ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন প্রশ্নের জবাব পাওয়া যাবে।
PDF LINK 👇
3 Comments
আরিফ আজাদ ভাইয়ের মা মা মা এবং বাবা বইটা নেই ।!!!
ReplyDeleteআরিফ আজাদ →lebels এ search করুন।
ReplyDelete