নাম: প্রত্যাবর্তন
সম্পাদনা: আরিফ আজাদ
শারঈ সম্পাদক: আলি হাসান উসামা
About the Book:-
পথ অনেকগুলাে। প্রতিটি পথের রয়েছে অনেক পথিক। কিছু আছে বক্র পথ। এই পথগুলাে ধরে ধরে হাঁটতে গিয়ে কেউ কেউ নিজেকে হারিয়ে ফেলে। কিছু পথজুড়ে
আছে কেবল অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকার আপন করতে গিয়ে কেউ কেউ
তার অতল গহ্বরে তলিয়ে যায়।
আবার এসবের বাইরেও একটি পথ আছে। সেই পথটির নাম ‘সিরাতুল মুসতাকিম।
সিরাতুল মুসতাকিম অর্থ হলাে সরল পথ। সােজা, বক্রতাবিহীন একটি পথের নামই সরল পথ। মহান রাবুবুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই পথের পথিক হওয়ার জন্যই। কিন্তু পৃথিবীতে এসে সাময়িক শক্তি, সম্পদ, ঐশ্বর্য, মেধা আর
আভিজাত্যের ভিড়ে আমরা ভুলে যাই আমাদের শেকড়ের কথা। আমরা ভুলে যাই।
আমাদের শেষ গন্তব্যস্থলের কথা। আমরা ঔদ্ধত্য হয়ে পড়ি। অহংকারী হয়ে উঠি।
স্রষ্টাপ্রদত্ত বিধান ভুলে গিয়ে আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। দুনিয়ার মােহ আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। আমরা আমাদের কামনা’ কে বানিয়ে ফেলি আমাদের নিয়ন্ত্রক। আর ধর্ম? সেটা হয়ে পড়ে নিতান্তই আনুষ্ঠানিকতার বিষয়।
আলাে ভেবে আমরা অন্ধকারকে আপন করে নিই। অন্ধকার গলিতে নিজেকে হারিয়ে ফেলি নিমিষেই। এক অদ্ভুত রঙিন চশমার ফ্রেমে বন্দি চোখে তখন আমরা দুনিয়া দেখতে থাকি। সেই দুনিয়ায় ধর্ম নেই। থাকলেও তার গুরুত্ব নেই। সেই
দুনিয়ায় ধর্মের, ধর্মীয় বাণী আর বিধানের গুরুত্ব কেবল মসজিদের চার দেয়ালের মধ্যেই। সভ্য মনুষ্যসমাজে সেসবের কোনাে প্রয়ােজন থাকতে পারে না।
এমনভাবেই আমরা কতক বেড়ে উঠি। আগাগােড়া শেকড় ভুলে।
কিন্তু, আমাদের কেউ কেউ, যারা ভ্রান্তির চোরাবালিতে তলিয়ে যাচ্ছি ক্রমেই, হঠাৎ করেই সন্ধান পাই সত্যের। খোঁজ পেয়ে বসি আলাের। সেই আলাের ঝলকানি চোখে লাগতেই আমাদের রঙিন চশমার কাঁচ ভেঙে গুঁড়াে হয়ে পড়ে। আমরা জেগে উঠি। হারানাে শেকড়ের সন্ধান পেতে ব্যাকুল হয়ে পড়ি। আমাদের অন্তরাত্মা তখন সত্যের অমৃত সুধা পানের জন্য অস্থির হয়ে ওঠে। আমাদের সেই ফিরে আসার গল্পগুলাে কেমন? সেই গল্পগুলাে নিয়েই সাজানাে হয়েছে এই বইটি।
আল্লাহ রাব্বল আলামিনের দরবারে লাখাে শুকরিয়া যে,আলহামদুলিল্লাহ, কিছু ভাই এবং বােনদের দীনে ফিরে আসার গল্প আছে এখানে। এই গল্পগুলাে পড়তে গিয়ে বার বার অশ্রুসিক্ত হয়েছি। নিজের সীমাবদ্ধতা যেন বার বার আমার সামনে ফুটে উঠেছে।বইটি উঠতি যুবক-যুবতীদের, যারা দীন থেকে দূরে, তাদের জন্য দীনে ফেরার পথে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
📖সূচিপত্র
প্রথম অধ্যায়: আলাের পথে যাত্রা
১)সরল পথের খোঁজে:-মােহাম্মদ রুহুল আমিন
২)টাইট্রেশন:-ডা. শামসুল আরেফীন
৩)এবং, ফিরেছি আমিও:-ওমর আল জাবির
৪)নীড়ে ফেরার গল্প:-মাসুদ শরীফ
৫)পথিকের পথচলা:-নিশাত তামমিম
৬)আলােয় ভূবন ভরা:-কবির আনােয়ার
৭)সেই সব দিনরাত্রি:-রাফান আহমেদ
৮)অন্ধের যাত্রা সমীকরণ:-মােহাম্মদ তােয়াহা আকবর
৯)আপনারে খুঁজিয়া বেড়াই:-আরমান ইবন সােলাইমান
১০)পথ ও পথিক। মুহাম্মাদ:-মুশফিকুর রহমান মিনার
১১)সেই সময়ের উপাখ্যান:-জাকারিয়া মাসুদ
১২)সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প:-মাে. আবদুল্লাহ সাঈদ খান
১৩)আমি এবং আমাদের গল্প:-মাহমুদুর রহমান
১৪)গল্পটা হাসি-কান্নার:-শিহাব আহমেদ তুহিন
১৫)ফিরে পাওয়া গুপ্তধন:-ফয়সাল বিন আলম
১৬)চলতে ফিরতে যেমন দেখেছি:-সাইফুর রহমান
১৭)দ্য আগলি ডাকলিং:-রেহনুমা বিনতে আনিস
১৮)প্রত্যাবর্তন!:-এস, এম, নাহিদ হাসান
১৯)ফিরে আসার গল্প:-আশরাফুল আলম সাকিফ
২০)আমার মায়ের বিয়ের প্রস্তাব!:-আরিফুল ইসলাম
২১)চলতে চলতে আলাের দেখা:-মুগনিউর রহমান তাবরীজ
২২)খুঁজে ফিরি নীড়:-সালমান সাঈদ
দ্বিতীয় অধ্যায়:- স্রষ্টার সন্ধানে
১)সেই মিছিলের দেখা:- অরিজিৎ রায়
২)শুদ্ধ আলোর প্রথম প্রহর:-সুতীর্থ মুখার্জি
৩)যেমন ছিলাম,যেমন আছি:-এস ট্রানস
৪)ফেরার কথাই ছিল:- ওলোগুন্ডে সা
PDF LINK 👇
* বইটি ডাউনলোড করতে ওপরের Google Drive লেখাটিতে ক্লিক করুন।
0 Comments