Recent

10/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

চেপে রাখা ইতিহাস.pdf



বইয়ের নাম:- চেপে রাখা ইতিহাস

লেখক:- আল্লামা গোলাম আহমাদ মোর্তজা

About the Book

এই গ্রন্থটি বংশানুক্রমে প্রতিটি মুসলিম পরিবারে থাকা একান্তভাবেই বাঞ্জনীয়,যাতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম জানতে পারে 'আমাদের বিরুদ্ধে ইতিহাসের অতীত ষড়যন্ত্রটা কী?

তাই এর দায়িত্ব আপনি নিজেও গ্রহণ করে অপরকেও এই গ্রন্থটি পাঠ করতে উৎসাহিত করতে পারেন।

  মনে রাখবেন, জ্ঞান আহরণ এবং বিতরণে এটিও হবে আপনার নৈতিক দায়িত্ব। লেখকের বহু দিবা ও বিনিদ্র রজনীর অক্লান্ত পরিশ্রম ও সাধনার সুফল এবং সত্যনিষ্ঠ বিতরণে অমুসলিম ঐতিহাসিক, সাহিত্যিক, সাংবাদিক,কবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মুসলিম জাতির প্রতি হিংসা-বিদ্বেষবশত পরিবেশিত ভুল তথ্য ও প্রচারণার প্রতি এই গ্রন্থটি চ্যালেঞ্জ স্বরূপ।

  

          আজ ইতিহাসের পাতায় যা স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়, এবং মাদ্রাসায় পড়ানো হচ্ছে এর অনেকটাই সত্যিকারের ইতিহাস নয়। তাই এই গ্রন্থটি যা ইতিহাসের আবরণে সাজানো হয়েছে এমন সব বানোয়াট উদ্ভট, বিকৃত চিন্তা ও তথ্যের বিপক্ষে তিল তিল সত্য উদঘাটন করে তা এই বইয়ের পাতায় পাতায় অবতারণা করে চ্যালেঞ্জ করা হয়েছে।

         সত্যন্বেষী পাঠক এই গ্রন্থে পাঠে এমন সব রহস্য সম্পর্কে অনেক তথ্য পাবেন। এই গ্রন্থ সম্পর্কে নিরপেক্ষ বিজ্ঞ মহলের অভিমত দেখুন এবং পরবর্তীতে ইতিহাস বিষয়ক আরো অনেক কিছু নতুন তথ্য জানার জন্য এ গবেষক লেখকের ইতিহাসের ইতিহাস আর বজ্রকলমসহ অন্যান্য বই পড়ুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা গ্রন্থাগারে এই বই সংরক্ষণ রাখার প্রয়োজনীয়তা একান্তভাবে অনুভব করুন। -[বইয়ের ১ম পৃষ্ঠা থেকে গৃহীত]


PDF LINK 👇

Google Drive

Reactions

Post a Comment

0 Comments