বই:- স্রষ্টার সৃষ্টি অপার বিস্ময়
বইটি সম্পর্কে
⇛ নতুন শতাব্দী, নতুন পৃথিবী, নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ ।
মত আর মতবাদের প্রাধান্য বিস্তারের দ্বন্দ্ব ধরণীর প্রাচীনতম অধ্যায় থেকে শুরু হয়ে অধ্যাবধি বিদ্যমান। ইসলাম একটি পরিপূর্ণ 'জীবনপদ্ধতি' ; সংকীর্ণ অর্থে নিছক কোনো ধর্ম নয় ।আর ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনায় এই ইসলামের গ্রহণযোগ্যতা ও উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলা এবং বাস্তবতার নিরিখে যাচাইবাছাইয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন সমাজের এক শ্রেণির তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও গবেষক ।
আলোচ্য বইটি আজ থেকে প্রায় দেড় সহস্র বছর আগে নাযিলকৃত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সংরক্ষিত মহাগ্রন্থ আল কুরআন থেকে নেওয়া বিভিন্ন চাক্ষুষ দলিল, বিজ্ঞানী আর গবেষকদের যুগান্তকারী সব আবিষ্কার ও গবেষণা, মানব দেহের অগনিত রহস্যের উম্মোচন, মানব সৃষ্টি পদ্ধতির সচিত্র আলেখ্য, তথাকথিত Darwinism এর অসারতা প্রমাণের মাধ্যমে শুধুমাত্র একজন মহাশক্তিধর, মহাকুশলী স্রষ্টার অস্তিত্ব ও তাঁর নিখুঁত সৃষ্টিতত্ত্বের নিরঙ্কুশ স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইসলামকে একটি যুগোপযোগী জীবনপদ্ধতি হিসেবে বেছে নেওয়ার সুযোগ এনেছে।
নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, উচ্চশিক্ষায় ভর্তি প্রতিযোগিতায়, মেধাবী ছাত্র ছাত্রীদের ক্যারিয়ার গাইডলাইন হিসেবেও সহায়ক হবে এই বইটি।। -সম্পাদকীয়
PDF LINK 👇
0 Comments